ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সোফিয়ার ‘হানিমুনের’ ছবি ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৫, ২৩ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

মিসরের সমুদ্র সৈকতে উত্তাপ ছড়াচ্ছেন সোফিয়া হায়াত। ইন্দো-ব্রিটিশ এই মডেল অভিনেত্রী কখন কী করেন, সেটা নিয়ে পেজ থ্রি সব সময়ই সরগরম। এবার নিজের মধুচন্দ্রিমার ছবি শেয়ার করলেন সোফিয়া। আর ওইসব ছবি দেখেই ফের সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম।

জানা গেছে, মিসরে গিয়ে ওই ছবি শেয়ার করেন সোফিয়া হায়াত। সেখানে কখনও স্বামী ভ্লাদের ঠোঁটে ঠোঁট রেখে পোজ দিতে দেখা গেছে এই আবেদনময়ী অভিনেত্রীকে। আবার কখনও বিকিনি পরেই ‘সানবাথ’ নিতে দেখা যায় তাকে।

২০১৬ সালে সন্ন্যাস নেন সোফিয়া হায়াত। ‘মাদার গাইয়া’ নাম নিয়ে ওই বছরই সংবাদ শিরোনাম হন এই মডেল অভিনেত্রী। কিন্তু ২০১৭ সালে সন্ন্যাস ছেড়ে ভ্লাদের সঙ্গে সম্পর্কে জড়ান সোফিয়া। এরপর যতো তাড়াতাড়ি সম্ভব বিয়েটা সেরে নেন এই জুটি।

বিয়ের পর সোফিয়াকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেলেও, তাদের মধুচন্দ্রিমার ছবি দেখা যায়নি। কিন্তু এবার ইজিপ্টে গিয়ে ‘হানিমুনের’ ছবিই শেয়ার করেছেন বলে জানিয়েছেন সোফিয়া।

সূত্র: জিনিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি