ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সোমবার থেকে শুরু হচ্ছে সিটি আইটি মেলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৭, ১ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

আগামীকাল সোমবার থেকে রাজধানীর আগারগাঁওয়ের আইডিবি ভবনে বিসিএস কম্পিউটার সিটিতে শুরু হচ্ছে পাঁচ দিনের কম্পিউটার মেলা। 

বিসিএস কম্পিউটার সিটি ব্যবস্থাপনা কমিটি আয়োজিত এ মেলা উপলক্ষে গতকাল শনিবার লোগো উন্মোচন করা হয়। এ আয়োজনে বিসিএস কম্পিউটার সিটির দোকানগুলোতে কম্পিউটার পণ্যে থাকবে ছাড় ও উপহার। 

এছাড়া থাকবে ইন্টেলের এক্সপেরিয়েন্স জোন এবং জেডকেটিকো পণ্যের প্রদর্শনী। মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে গেমিং, রবোটিক্স, ডিজিটাল ছবি এবং অঙ্কন প্রতিযোগিতা। 

অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে দর্শনর্থীরা পাচ্ছেন স্মার্ট টিভি, গেমিং কিবোর্ড, মাউস, পাওয়ার ব্যাংকসহ নানা উপহার। সেলফি প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ীকে দেওয়া হবে ল্যাপটপসহ বিভিন্ন পুরস্কার। 

মেলার অনলাইন পার্টনার এক্সপো মেলার ওয়েবসাইটে (expomela.com) আয়োজন সম্পর্কে বিস্তারিত জানা যাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেলা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি