ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

সোমবার ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৯, ১২ মে ২০১৮

রাশিয়া বিশ্বকাপের জন্য ব্রাজিলের প্রাথমিক দল ঘোষণা হয়ে গেছে আগেই। তবে নিয়ম অনুযায়ী বিশ্বকাপ শুরুর এক মাস আগে চূড়ান্ত দল ঘোষণা করতে হবে সব দলের। ব্রাজিল তাদের রাশিয়া যাওয়ার দল ঘোষণা করবে ১৩ মে সোমবার।

সবার আগে অস্ট্রেলিয়া বিশ্বকাপের চূড়ান্ত দল পাঠিয়েছে ফিফার কাছে। ব্রাজিল সোমবার চূড়ান্ত দল ঘোষণা করবে বলেই দেশটির গণমাধ্যমের খবর। ব্রাজিল কোচ তিতে রাশিয়া যাওয়ার জন্য ২৩ জনের নাম ঘোষণা করবেন।

তবে এরমধ্যে বেশ কিছু খেলোয়াড়ের নাম তিনি আগেই জানিয়ে দিয়েছেন। তারা হলেন- নেইমার, কৌটিনহো, পাওলিনহো, মার্সেলো, দানি আলভেস, কাসেমিরো, রেনাতো আগুস্তো, জেসুস, আলিসন, এদেরসন, থিয়াগো সিলভা, উইলিয়ান, ফিরমিনহো, ফার্নান্দিনহো, মিরান্দা, এবং মারকুইনোস।

এই দলে আর সাতজন ঢোকার সুযোগ পাবেন তাদের মধ্যে এগিয়ে থাকবেন জুভেন্টাসের ডগলাস কস্তা ও আলেক্স সান্দো, ম্যান সিটির দানিলো, শাখতার দোনেস্কের ফ্রেড এবং অ্যাথলেটিকো মাদ্রিদের ফিলিপে লুই। আলিসন ও এদেরসনের পাশাপাশি দলে আরও একজন গোলরক্ষক রাখবেন তিতে।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি