সোমালিয়ায় ভুল করে করা গুলিতে গণপূর্ত এবং পুননির্মাণমন্ত্রী নিহত
প্রকাশিত : ২০:৪৩, ৪ মে ২০১৭ | আপডেট: ২১:৫০, ৪ মে ২০১৭
![](https://www.ekushey-tv.com/media/imgAll/2017May/vlcsnap-2017-05-04-21h49m16s00920170504105058.png)
সোমালিয়ায় নিরাপত্তা বাহিনীর ভুল করে করা গুলিতে দেশটির গণপূর্ত এবং পুননির্মাণমন্ত্রী আব্বাস আবদুল্লাহি শেখ সিরাজী নিহত হয়েছেন।
পুলিশ জানায়, রাজধানী মোগাদিসুর প্রেসিডেন্ট ভবনের কাছে নিরাপত্তা বাহিনীরা জঙ্গি সন্দেহে তার গাড়ি থামাতে বলে। সেসময় তার গাড়ি লক্ষ্য করে গুলি চালালে ৩১ বছর বয়সী এ মন্ত্রী মারা যান। সোমালিয়ার মন্ত্রিসভার সবচেয়ে কম বয়সী মন্ত্রী সিরাজি শরণার্থী শিবিরে বড় হয়েছেন। গেলো নভেম্বরে নির্বাচনে জয়ের হওয়ার পর সংসদ সদস্য হন তিনি। ফেব্র“য়ারিতে মন্ত্রী হিসেবে দায়িত্ব নেন সিরাজী। তার মৃত্যুতে শোক জানিয়েছেন দেশটির প্রেসিডেন্টসহ মন্ত্রিসভার সদস্যরা।
আরও পড়ুন