ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

সোশ্যাল ইসলামী ব্যাংকের স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

প্রকাশিত : ১৭:৫৪, ৩ মার্চ ২০১৯

সারাদেশে স্কুল ব্যাংকিংকে আরও প্রসারিত করার লক্ষ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) লীড ব্যাংক হিসেবে কক্সবাজারে স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০১৯ আয়োজন করা হয়েছে।শনিবার (২ মার্চ) কক্সবাজার অঞ্চলের ৩৭টি ব্যাংকের শাখা ব্যবস্থাপকসহ প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলীর সভাপতিত্বে কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের মাননীয় ডেপুটি গভর্নর এসএম মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের নির্বাহী পরিচালক এস এম রবিউল হাসান, বাংলাদেশ ব্যাংকের ফাইনান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক মো.আবুল বশর, কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. এবিএম মাসুদ হোসেন (বিপিএম), এবং কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. আশরাফ হোসেন।

কক্সবাজারের বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকসহ কক্সবাজারের গণ্যমান্য ব্যক্তিবর্গ এই কনফারেন্সে উপস্থিত ছিলেন। এ সময় সোশ্যাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরীসহ বিভিন্ন ব্যাংকের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ,শাখা ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন। স্কুল ব্যাংকিং এর মাধ্যমে শিশু কিশোরদের মাঝে সঞ্চয়ের অভ্যাস গড়ে উঠবে,আর্থিক শৃঙ্খলা আসবে যা তাদের স্বনির্ভর জীবন গঠনে সহায়ক হবে।

কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি