সোশ্যাল ইসলামী ব্যাংকে ১৩০ শিক্ষানবিশকে নিয়োগপত্র প্রদান
প্রকাশিত : ২০:৩৪, ১২ জানুয়ারি ২০২২
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সম্প্রতি ১৩০ জন শিক্ষানবিশ কর্মকর্তাকে নিয়োগপত্র প্রদান করেছে। এই উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম উপস্থিত প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেন।
উল্লেখ্য, তৃতীয়পক্ষ একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়নে আয়োজিত প্রতিযোগিতামূলক লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থীগণ নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. তাজুল ইসলাম ও আবু রেজা মো. ইয়াহিয়া এবং মানব সম্পদ বিভাগের প্রধান কাজী ওবায়দুল আল-ফারুক।
প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম বলেন, সোশ্যাল ইসলামী ব্যাংক ধর্ম, বর্ণ নির্বিশেষে সুষম সমাজ গঠনের প্রত্যয়ে দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এসআইবিএল পরিবারের নতুন সদস্য হিসেবে শিক্ষানবিশ কর্মকর্তারাও তাদের মেধা ও কর্মদক্ষতায় এই ধারা অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কেআই//
আরও পড়ুন