সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের গ্রাহক সেবা মাস উদ্বোধন
প্রকাশিত : ১৯:৪১, ৩ জুলাই ২০২৩
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সিনিয়র সিটিজেন গ্রাহক সেবা মাস- ২০২৩ এর উদ্বোধন করা হয়েছে।
৩ জুলাই ব্যাংকের প্রধান কার্যালয় হতে ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব জাফর আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহাম্মদ ফোরকানুল্লাহ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল হান্নান খান ও ব্রাঞ্চেস কন্ট্রোল বিভাগের প্রধান জনাব জয়নাল আবেদীন। অনুষ্ঠানে ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও ব্যাংকের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক প্রধান, সকল শাখার ব্যবস্থাপক ও উপশাখার ইনচার্জসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও শাখা- উপশাখায় উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সিনিয়র সিটিজেনবৃন্দ ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব জাফর আলম বলেন,
অবসরপ্রাপ্ত চাকুরীজীবি ও সিনিয়র সিটিজেনদের জন্য এসআইবিএল-এর আছে অগ্রাধিকারভিত্তিক নানা সেবা ও পণ্য।
রিটায়ার্ড সিটিজেনদের জন্য “এসআইবিএল রিটায়ার্ড সিটিজেন মাসিক বেনিফিট স্কিম”- এর কথা বিশেষ ভাবে উল্লেখ করে তিনি বলেন, এই হিসাবধারীগণ এসআইবিএল হাসপাতালে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষায় ৪০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা সহ গ্রাহকদের বাসা থেকে হাসপাতালে আনা-নেয়ার জন্য পরিবহণ সুবিধাও উপভোগ করেন।
তিনি ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত সিনিয়র সিটিজেন গ্রাহকদের সাথে সরাসরি কথা বলেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এসবি/
আরও পড়ুন