ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন বাণী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৪, ২ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

‘বেফিকরে’ সিনেমাতে অভিনয় করেছিলেন তিনি। সিনেমাটি খুব একটা বক্স অফিসে সাফল্য অর্জন করতে পারেনি। পাশাপাশি রনবীরের পরিবর্তে তাঁর অভিনয়ও খুব একটা প্রশংসা পায়নি। কিন্তু তিনি যতবারই ক্যামেরার সামনে আসেন ততবারই ফ্যানদের চমকে দেন। এবারও কালো পোশাকে হট লুকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন ‘বেফিকরে’ সিনেমার অভিনেত্রী বাণী কাপুর।

শুধু বেফিকরে সিনেমাতেই নয়, শুদ্ধ দেশি রোমান্সেও বানীর অভিনয় যথেষ্ট প্রশংসনীয় ছিল। নিখিল থাম্পির ডিজাইনের কালো পোশাকে এককথায় অনবদ্য লাগছিল বাণী কাপুরকে। তাঁর এই পোশাকে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতার পারদ চরেছে। কালো রংয়ের ব্যাকলেস ইভিনিং গাউনে লাস্যময়ী বাণী কাপুর ভক্তদের মনে ঝড় তুলেছেন। এই ধরণের বোল্ড লুকে এর আগে খুব একটা সোশ্যাল মিডিয়াতে দেখা যায়নি তাকে।

ইন্সটাগ্রামে বাণী কাপুর সেই ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন- ‘Go Bold or Go Home’৷ শুধু কালো রংয়ের পোশাকেই নয়, সেই পোশাকের সঙ্গে ছিল মানানসই গয়নাও। পোশাক আর গয়নার সঙ্গে সামঞ্জস্য রেখেই মেকআপ করেছেন তিনি।

একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান উপলক্ষে সম্প্রতি মুম্বাইয়ে আসেন বাণী। সেই অনুষ্ঠানের পরই বোল্ড ফটোশ্যুট করেন তিনি।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি