ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামীলীগের জনসভা

প্রকাশিত : ১৭:২৬, ৭ মার্চ ২০১৬ | আপডেট: ২১:১৫, ৭ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

jonoshovaঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যানে চলছে আওয়ামীলীগের জনসভা। সোমবার বিকাল পৌনে তিনটায় জনসভা শুরু হলেও চারটার দিকে জনসভা মঞ্চে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরইমধ্যেই জন সমুদ্রে পরিনত হয়েছে গোটা এলাকা। দলে দলে রাজধানীর আশপাশের জেলা থেকে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে উপস্থিত হয়েছেন দলের নেতা কর্মীরা। সভায় সভপতিত্ব করছেন আওয়ামীলীগের সভাপতিরমন্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। দলের সাধারণ সম্পাদক, উপদেষ্টা পরিষদ সদস্যসহ অন্যান্য নেতারা উপস্থিত রয়েছেন। দেশকে এগিয়ে নিতে ৭ই মার্চের ভাষণকে বুকে ধারন করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে কাজ করার আহবান নেতা কর্মীদের বক্তব্যে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি