ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সোহেল খানের ‘দিল’ গানে নকলের গুঞ্জন (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৮, ১৮ জানুয়ারি ২০১৮ | আপডেট: ০০:২৬, ১৯ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

সম্প্রতি সংগীতার ব্যানারে মুক্তি পায় সোহেল আলী খানের ‘দিল রে দিল’ গানটি। মুক্তির পর থেকেই গানটি নিয়ে নকলের গুঞ্জন উঠেছে। গানটি নিয়ে অভিযোগ ওপার বাংলার জনপ্রিয় নায়ক জিৎ এর অভিনীত একটি চলচ্চিত্রের গানকে নকল করে এটি করা হয়েছে।

মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন মামুনুর রশিদ রোকন। ক্যামেরায় ছিলেন এম এইচ লিটন। গানটির সঙ্গীত পরিচালনা করেছেন জাহিদ বাশার পংকজ।

এ বিষয়ে মডেল সোহেল আলী খান বলেন, যে কোনো গানের ক্ষেত্রেই কিছু না কিছু মিল থাকতে পারে। কিন্তু কাউকে নকল করার কোনো ইচ্ছে আমার নেই। আমি চেষ্টা করছি ভালো কিছু করার।  

নির্মাতা মামুনুর রশিদ রোকন বলেন, অনেকেই গানটি নিয়ে স্যোশাল মিডিয়ায় কমেন্টস করছেন। এ ক্ষেত্রে আমি বলবো আপনারা আগে গানটি দেখেন। এখানে নকলের কিছু নেই। এর কথাগুলো অনেক সুন্দর। ‘তোমার লাগি কাঁন্দে আমার দিল’ এ কথাগুলো অনেকেরই মন ছুঁয়েছে।

 এসি/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি