ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

সৌদিতে অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হচ্ছে ২৬ জুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২১, ২৪ জুন ২০১৭ | আপডেট: ১৬:১২, ২৪ জুন ২০১৭

সৌদি আরবে অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হচ্ছে ২৬ জুন। এ’পর্যন্ত পাঁচ লাখ ২৫ হাজার দুইশ’ ৩৫ জনকে সাধারণ ক্ষমায় বহির্গমনের ছাড়পত্র দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এরপর অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে দেশটি। তাই অবৈধ বাংলাদেশিদের আউট পাস দিতে ঈদের ছুটির দিনগুলোতেও খোলা থাকবে রিয়াদে বাংলাদেশ দূতাবাস। 

সৌদি আরবে অবৈধভাবে থাকা ভিনদেশীদের জেল-জরিমানা ছাড়াই নিজ নিজ দেশে ফেরত যেতে প্রায় তিন মাস আগে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেশটি। এ’জন্য ৯০ দিনের বেঁধে দেয়া সময় শেষ হচ্ছে ২৬ জুন।

সৌদি অভিবাসন বিভাগের সংশ্লিষ্টরা বলছেন, এই ক্ষমার মেয়াদ আর বাড়ানো হবে না। এরপর অবৈধ অভিবাসীদের ধরতে তল্লাশী চালানো হবে। দেয়া হবে জেল জরিমানা।

রিয়াদের অভিবাসন অফিস বলছে, এ’ পর্যন্ত বিভিন্ন দেশের ১ লাখ ১০ হাজার নাগরিক সাধারণ ক্ষমার আওতায় নিজ নিজ দেশে ফিরে গেছে। এছাড়া, ফিরে যাওয়ার অপেক্ষায় রয়েছে আরো ৪ লাখ ১৫ হাজার অবৈধ অভিবাসী।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, এখন পর্যন্ত সৌদি আরবের জেদ্দা থেকে ১৭ হাজার, রিয়াদ ও দাম্মাম থেকে ১৯ হাজার অবৈধ বাংলাদেশিকে আউট-পাস দেয়া হযেছে। তাদের অনেকেই দেশে ফিরে গেছেন।

এখন দূতাবাসে আউট-পাস নেয়ার তেমন চাপ নেই। তাই কতজন অবৈধ বাংলাদেশি এখনো সৌদি আরবে রয়েছেন তা জানাতে পারেনি দূতাবাস কর্তৃপক্ষ।

যেসব বাংলাদেশীর পাসপোর্ট বা বৈধ কাগজপত্র নেই তাদের দেশে পাঠাতে দূতাবাসে ২৪ ঘন্টা কাজ চলছে। এ’জন্য ঈদের ছুটির দিনগুলোতেও দূতাবাস খোলা থাকবে বলে জানানো হয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি