ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সৌদিতে আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৪, ১২ আগস্ট ২০১৮ | আপডেট: ২৩:৪৩, ১৩ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও তিন বাংলাদেশি মারা গেছেন। গতকাল শনিবারে তাদের মৃত্যু হয়। মক্কায় বাংলাদেশ হজ কার্যালয়ের কাউন্সিলর মাকসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন- সুনামগঞ্জ জেলার ধর্মপাশার মো. নাজমুল হোসাইন (৪১), চট্টগ্রাম বাঁশখালী সাধনপুরের গোলাম রহমান (৬১) ও শেরপুর জেলার মো. মঈন উদ্দিন (৭৪)।

চলতি মৌসুমে সৌদি আরবে হজ করতে গিয়ে এখন পর্যন্ত মক্কায় ২৫, মদিনায় পাঁচ, জেদ্দায় দুজনসহ মোট ৩২ বাংলাদেশি ইন্তেকাল করেছেন। এর মধ্যে ছয়জন নারী ও ২৬ জন পুরুষ।

রোববার সকাল পর্যন্ত হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এক লাখ নয় হাজার ৬৭ জন বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি