সৌদিতে বাস দূর্ঘটনায় নোয়াখালীর দুই যুবকের মৃত্যু
প্রকাশিত : ১৭:৪২, ২৯ মার্চ ২০২৩
মক্কার উদ্দেশ্যে যাবার পথে সৌদি আরবের আসির অঞ্চলের আবহা জেলা বাস দূর্ঘটনায় বেশ কয়েকজন বাংলাদেশী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শহীদুল ইসলাম (২৬) ও হেলাল উদ্দিন (৩৪) নামের নোয়াখালীর দুই যুবক রয়েছেন।
সোমবার দিবাগত রাতে মক্কা যাওয়ার পথে আবহা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের ওপর উল্টে ৪৭জন যাত্রী নিয়ে দূর্ঘটনার শিকার হয় বাসটি, পরে বাসটিতে আগুন ধরে যায়। দূর্ঘটনায় অন্তত ২২জন বাস যাত্রী নিহত হয়েছেন, যার মধ্যে ১৮জনই বাংলাদেশী বলে প্রাথমিক ভাবে জানা গেছে, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
নিহতরা হচ্ছেন, নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের শরীয়ত উল্যা জসিমের ছেলে শহীদুল ইসলাম ও চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের পশ্চিম রামনারায়ণপুর গ্রামের ভূঁইয়াজি বাড়ির হুমায়ন কবিরের ছেলে হেলাল উদ্দিন।
নিহত শহীদুল ইসলামের চাচা জয়নাল আবেদিন বাবুল বলেন, জীবিকার সন্ধানে গত রমজানের মাঝামাঝি সময় সৌদি আরবে যান শহীদুল। দুই ভাই এক বোনের মধ্যে শহীদুল ছিলো সবার বড়। সৌদিতে গিয়ে সেখানে একটি কোম্পানীতে চাকরি করতো সে। এরমধ্যে আর বাড়িতে আসা হয়নি। সোমবার রাতে ওমরা করতে পবিত্র মক্কার উদ্দেশ্যে বাস যোগে যাওয়ার সময় দূর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলে মারা যায় শহীদুল।
এদিকে অপর নিহত হেলাল উদ্দিনের ছোট ভাই মোহাম্মদ রিপন হোসেন বলেন, গত বছরের ১০ ফেব্রুয়ারি সৌদি আরবের আবহা জেলায় যান হেলাল উদ্দিন। সেখানে একটি কোম্পানীতে চাকরি নেন তিনি। দুই ভাই ও দুই বোনের মধ্যে তৃতীয় ছিলেন হেলাল, তিন বছর বয়সী হাজাবি নামের একজন কন্যা সন্তান রয়েছে তার। নিজ কর্মস্থল থেকে অপর চার সহকর্মীকে নিয়ে সোমবার দিবাগত রাতে মক্কার উদ্দেশ্যে বাসে যাত্রা করেন তিনি। তাঁর কর্মস্থল থেকে কিছু দূর যাওয়ার পর বাসটি দূর্ঘটনার শিকার হলে তিনি গুরুত্বর আহত হন। পরে হাসপাতাল নেওয়ার পর মারা যান তিনি।
এমএম/
আরও পড়ুন