ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

সৌদিতে ম্যাক্রোর জরুরি সফর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৮, ১০ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৩:৫৬, ১০ নভেম্বর ২০১৭

এক জরুরি সফরে সৌদি আরবে যাচ্ছেন বলে জানিয়েছেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। লেবাননে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে তিনি হঠাৎ এ সফরে আসছেন বলে জানা গেছে।

ম্যাক্রো বলেন, ইয়েমেনের সংকট নিরসনে সৌদি নেতাদের সাথে তিনি আলোচনা করবেন। এর আগে গত বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সংস্থাটির মানবিক সহায়তা বিষয়ক আন্ডার সেক্রেটারি মার্ক লোকোক বলেন, সৌদির অবরোধের মুখে ইয়েমেন স্মরণকালের দুর্ভিক্ষে পড়তে যাচ্ছে।

লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি গত শনিবার সৌদির রিয়াদে পৌঁছে পদত্যাগের ঘোষণা দেন। এর আগে জীবন বাঁচাতে দেশটিতে আশ্রয় নেন বলে গণমাধ্যমে বলেন হারিরি। তবে অনেকেই মনে করছেন, সৌদির চাপের কারণে হারিরি পদত্যাগ করেছেন।

গত সোমবার সৌদির রাজধানী রিয়াদকে লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র ছোড়ে ইয়েমেন- এমন অভিযোগে দেশটিকে সবদিক থেকে অবরুদ্ধ করে ফেলেছে সৌদি-জোট।

সুত্র: আলজাজিরা

এমজে/ডব্লিউএন

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি