ঢাকা, শনিবার   ০৫ অক্টোবর ২০২৪

সৌদিতে সরাসরি ভ্রমণের সুযোগ ইসরাইলীদের!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৫, ১০ নভেম্বর ২০১৮

ইসরাইলিরা খুব শিগগিরই তাদের পাসপোর্ট নিয়ে সৌদি আরবে ভ্রমণ করতে পারবে বলে ইসরাইলের একটি সংবাদ-মাধ্যম জানিয়েছে।

সৌদি আরব দখলদার ও বর্ণবাদী ইসরাইলের সঙ্গে খুব দ্রুত সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে। শুক্রবার এ প্রসঙ্গে মিজরাহ হাতিখুঁ নামের একটি ইসরাইলি ওয়েব-সাইট এ তথ্য জানায়।

ওই ওয়েবসাইটটি জানায়, সম্পর্ক স্বাভাবিক করার এই প্রক্রিয়ার অংশ হিসেবে ইসরাইলিরা শিগগিরই তাদের পাসপোর্ট নিয়েই সৌদি আরব সফর করতে পারবে।

ইসরাইলি দৈনিক হারেৎজও লিখেছে, সৌদি আরব ও ইসরাইল অতীতের চেয়ে অনেক বেশি ঘনিষ্ঠ হওয়ায় ইসরাইলি পাসপোর্টধারীরা সরাসরি সৌদি আরবে যেতে পারবে।

দৈনিকটি অস্থায়ী পাসপোর্টের অধিকারী ফিলিস্তিনিদের সৌদি আরবে প্রবেশ করতে না দেওয়ার বিষয়ে সৌদি রাজতান্ত্রিক সরকারের সাম্প্রতিক পদক্ষেপের কথাও স্মরণ করিয়ে দিয়েছে।

এই সিদ্ধান্তের কারণে ১৯৪৮ সালে দখল-করা ফিলিস্তিনের দশ লাখেরও বেশি মুসলমান হজ করতে পারছেন না।

সম্প্রতি সৌদি আরবের একদল আলেম ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সৌদি সরকারি পদক্ষেপের ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, এ পদক্ষেপ ইসরাইলকে বৈধতা দে্ওয়ার পাশাপাশি ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হত্যাযজ্ঞকে অব্যাহত রাখার অনুমতি দেওয়ার শামিল।

এর ফলে জাতিসংঘ ও পশ্চিমা সংস্থাগুলো ফিলিস্তিনিদের বিষয়ে নানা অন্যায্য পরিকল্পনা এগিয়ে নেওয়ার সুযোগ পাবে। 

তথ্যসূত্র:পার্সটুডে

এমএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি