ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সৌদিতে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশির মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩১, ২৭ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৫:১৫, ৩০ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে সৌদি আরবের তায়েফ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফেজ ওসমান গণি চৌধুরীর (৩৩) গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়।

সোমবার রাতে তায়েফের একটি রেষ্টুরেন্ট থেকে কফি আনতে গিয়ে ফেরার পথে দ্রুতগামী একটি পাজেরো জীপ গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান ওসমান।

ওসমান রাঙ্গুনিয়ার রাজানগর ইউনিয়নের হালিমপুর গ্রামের মাহাবুব চেয়ারম্যান বাড়ির মৃত আইয়ুব আলী চৌধুরীর ছেলে। তিন ভাই ছয় বোনের মধ্যে ওসমান চতুর্থ।

তিনি দীর্ঘ ১২ বছর ধরে সৌদি আরবের তায়েফে প্রবাস জীবন অতিবাহিত করে আসছেন। সেখানে এক সোফার মার্কেট ওসমান বিক্রয় কর্মী হিসেবে কাজ করতেন।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি