ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দুই হাজি নিহত

প্রকাশিত : ১২:৪১, ৫ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

সৌদি আরবের মদিনায় দ্রুতগামী একটি প্রাইভেটকারের ধাক্কায় রাস্তায় দাঁড়িয়ে থাকা বাংলাদেশি দুইজন হাজি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

স্থানীয় সময় সোমবার মাগরিবের নামাজের সময় মদিনা ওয়াদি জিনের পাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাজিম উদ্দিন-(৬০) ও জয়নাল আবেদীন-(৭৫)। নিহত দু’জনই সম্পর্কে চাচা-ভাতিজা। তাদের বাড়ি বাংলাদেশের নরসিংদী জেলা সদর উপজেলার ছোয়াংয়ে।

সূত্র জানিয়েছে, বাংলাদেশ থেকে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান তারা। ওমরা পালন শেষে তারা মদিনা জেয়ারতে যান। সেখান থেকে তারা ওয়াদি আল জিন্নীতে জ্বিনের পাহাড় দেখতে যান। দেখে ফিরে আসার সময় রাস্তায় অনেক হাজি ও পথচারী দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ পিছনদিক থেকে দ্রুতগামী একটি প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলে দুইজন বাংলাদেশি হাজি নিহত হন। এ সময় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি