ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশি নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩১, ১৫ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি আসবাবপত্রের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই  বাংলাদেশি প্রবাসী রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

সৌদি আরবের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সিভিল ডিফেন্সের  টুইটার একাউন্টে এই অগ্নিকাণ্ডে ১০ জন নিহত হওয়ার কথা জানানো হয়।

নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি বলে জানিয়েছেন রিয়াদে বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সেলর সরোয়ার আলম।

নিহতরা হলেন- শরীয়তপুরের নড়িয়া থানার তমিজ উদ্দিন সরদারের ছেলে শহিদ সরদার (৩৫) এবং কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার নজির দিঘী গ্রামের নুরুল ইসলামের ছেলে সোহাগ (৩২)।

রিয়াদের সিফা সানাইয়া এলাকার একটি সোফা তৈরির কারখানায় এই অগ্নিকাণ্ড ঘটে বলে স্থানীয়রা জানায়।

অগ্নিকাণ্ডের কারণ এবং হতাহতদের অন্যদের পরিচয় জানা যায়নি।

ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি