ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

সৌদি আরবে প্রবাসীদের ঈদ উদযাপন

প্রকাশিত : ২১:৫৩, ৪ জুন ২০১৯

 

সৌদি আরবে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। প্রবাসী বাঙালিরাও ঈদ আনন্দ উৎসবে সামিল হয়।

মঙ্গলবার ফজরের নামাজ আদায়ের পরপরই সৌদি আরবে ঈদের জামাতে অংশ নেন বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা।

সৌদি আরবের মক্কা নগরীতে পবিত্র মসজিদুল হারাম শরীফে ও মদিনা মনোয়ারায় মসজিদুল নববীতে ঈদের সব চেয়ে বড় জামাত সকাল ৬ টা ১০এ অনুষ্ঠিত হয়।

ঈদের খুতবায় বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি ও উন্নতি কামনা করে দোয়া করা হয়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। ফজরের নামাজ আদায়ের পর মুসুল্লিরা ঈদের জামাতেরৎ আগ পর্যন্ত মসজিদের ভেতরেই জিকিরে মগ্ন থাকেন।

এ ছাড়াও ঈদের জামাত অনুষ্ঠিত হয় প্রবাসী বাংলাদেশী অধ্যুষিত এলাকা সারা ফাফিয়া, বাওয়াদি, গুলাইল, গুরেয়াত, কান্দারা, নাজলা, মাসনা, বালাদ এছাড়াও ঐতিহ্যবাহী জেদ্দার লোহিত সাগর পাড়ে মসজিদ রাহমাতে সৌদি এবং প্রবাসীদের সমন্বয়ে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি