ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় বাংলাদেশি হাজির মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৫, ৫ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৬:১৭, ৮ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

সৌদি আরবে পবিত্র হজ্জ পালন করতে গিয়ে গতকাল সোমবার রাতে সড়ক দূর্ঘটনায় হাজী ওয়াসিম আনসারি রাসু (৪৫) নামের এক বাংলাদেশি নিহত হন। নিহত হাজীর রাসু দিনাজপুর শহরের বাহাদুর বাজার মহল্লার বাসিন্দা। তিনি জেলা প্রশাসক আবাসিক কার্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, হজের উদ্দেশ্যে গত ২৭ আগস্ট রাতে তিনি বাংলাদেশ ত্যাগ করেন। সড়ক দূর্ঘটনার দিন রাতে কোমরের ব্যথার জন্য সৌদির এক চিকিৎসকের কাছে যান তিনি। নিহত রাসুর তিন মেয়ে আছে। নিহতের শেষ ইচ্ছে অনুযায়ী সৌদি আরবেই তাকে দাফন করা হতে পারে বলে জানিয়েছেন নিহতের পরিবারের সদস্যরা।

নিহত হাজী রাসুর স্ত্রী শাহনাজ বেগম জানান, হজে যাওয়ার সময় তিনি বলেছিলেন যদি হজে গিয়ে তার মৃত্য হয় তাহলে যেন তাকে সেখানেই দাফন করা হয়।

এসএইচ/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি