ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

সৌমিত্রের শ্বাসনালিতে অস্ত্রোপচার আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪০, ১১ নভেম্বর ২০২০

আপাতত স্থিতিশীল অবস্থায় রয়েছেন ভারতের প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। নতুন করে তার শারীরিক অবস্থার কোনও অবনতি হয়নি। তবে আজ বুধবার তার শ্বাসনালিতে অস্ত্রোপচার করা হবে বলে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে। 

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে সৌমিত্রের প্লাজমা থেরাপিও করা হবে। 

এক মাস ধরে হাসপাতালে ভর্তি সৌমিত্র। গত কয়েক দিন ধরে প্রবীণ ওই অভিনেতার শারীরিক অবস্থা কার্যত একই রকম। বর্তমানে তিনি বেলভিউ ক্লিনিকে ভর্তি। 

সেখানকার চিকিৎসক অরিন্দম কর জানিয়েছেন, সৌমিত্রের কিডনি এখনও স্বাভাবিক কর্মক্ষমতা ফিরে পায়নি। এ জন্য এক দিন অন্তর নিয়মিতভাবে ডায়ালিসিস করতে হচ্ছে।

তবে সৌমিত্রের চিকিৎসার প্রতিটি পদক্ষেপই রাজ্য সরকারের চিকিৎসক দলের পরামর্শ মেনে করা হচ্ছে বলে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে। ওই চিকিৎসকদের একটি প্রতিনিধি দল সোমবার হাসপাতালে গিয়ে সৌমিত্রকে দেখে আসে।

সৌমিত্রের শ্বাসনালিতে অস্ত্রোপচার করার ব্যাপারে ইতিমধ্যেই সবুজ সঙ্কেত দিয়েছে ওই প্রতিনিধি দল। ওই অস্ত্রোপচারের ৪৮ ঘণ্টার মধ্যে অসুস্থ অভিনেতাকে প্লাজমা থেরাপিও দেওয়া হবে। অভিনেতার রক্তের অন্যান্য মাত্রা স্বাভাবিক থাকলেও অণুচক্রিকা কম। তা বাড়াতেই ওই পদ্ধতি প্রয়োগ করা হবে।

চিকিৎসকরা এও জানিয়েছেন, সৌমিত্রের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে প্রতিটি পদক্ষেপের আগে তার পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে।
এএইচ/এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি