ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

সৌম্যর ক্যারিয়ার সেরা ইনিংসে বাংলাদেশের পুঁজি ২৯১ রান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০১, ২০ ডিসেম্বর ২০২৩

দীর্ঘ ৫ বছর পর সেঞ্চুরির দেখা পেয়েছেন সৌম্য সরকার। শুধু সেঞ্চুরি নয় সৌম্যর ক্যারিয়ার সেরা ১৬৯ রানের সুবাধে নিউজিল্যান্ডকে ২৯২ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ। 

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের দেয়া ২৯২ রানের লক্ষ্যে ব্যাট করছে নিউজিল্যান্ড।

নেলসনে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। দলীয় ১১ রানেই আউট হন এনামুল হক বিজয়। এরপর নাজমুল শান্ত ও লিটন দাস ফিরেন ৬ রান করে। তবে, টিকে ছিলেন ওপেনার সৌম্য সরকার। দলের প্রয়োজনে জ্বলে উঠলেন তিনি। তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। 

শেষ পর্যন্ত ১৫১ বলে ক্যারিয়ার সেরা ১৬৯ রান করেন সৌম্য। প্রায় পাঁচ বছর পর তৃতীয় সেঞ্চুরি পেলেন সৌম্য। চোখ ধাঁধানো ঝোড়ো ইনিংসের সঙ্গে আরও কয়েকটি রেকর্ড হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশি কোনো ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড এখন সৌম্যর। আর ওয়ানডেতে দেশের ইতিহাসের দ্বিতীয় সেরা ইনিংসের মালিকও তিনি।

শেষ পর্যন্ত এক বল বাকি থাকতেই ২৯১ রানে থামে বাংলাদেশের ইনিংস। এর মাঝে ৪৫ রানের ইনিংস খেলেন মুশফিকুর রহিম। এছাড়া মেহেদি মিরাজ ১৯, তানজিম সাকিব ১৩ রান করেন।

নিউজিল্যান্ডের ও'ররকি আর জ্যাকব ডাফি নেন তিনটি করে উইকেট।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি