ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সৌর সর্বনিম্নের দিকে সূর্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৬, ১৯ মে ২০২০

Ekushey Television Ltd.

সৌরকলঙ্ক নামে পরিচিত কোনো স্পট গত একশ’ দিনে সূর্যের পৃষ্ঠতলে পরিলক্ষিত হয়নি। চলতি বছরের ৭৬ শতাংশ সময় সৌরকলঙ্কের দেখা মেলেনি। আগের বছরের ৭৭ শতাংশ সময়ও ছিল সৌরকলঙ্কমুক্ত। এতে স্পষ্টতই বলা যায়, সূর্য ফের ‘সৌর সর্বনিম্নের দিকে এগিয়ে যাচ্ছে। 

সম্প্রতি মহাকাশবিজ্ঞানীরা একটি প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছেন।

সৌর সর্বনিম্ন হলো সেই সময়কাল যেখানে সূর্যের অগ্নিঝড় স্বাভাবিকের চেয়ে শান্ত থাকে। ১১ বছর পরপর এ অবস্থার দেখা মেলে। নাসার একটি প্রতিবেদন অনুসারে, ২০২০ সালে সূর্য ২০০ বছরের মধ্যে এর সক্রিয়তার সর্বনিম্ন পর্যায়ে পৌঁছাবে। 

নর্থামব্রিয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ ভ্যালেন্টিনা ঝারকোভা দ্য সানের এক প্রতিবেদনে বলেছেন, শীতকালীন তাপমাত্রায় গড়ে তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামবে, যা ১২ মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। যদিও এটি শুনতে খুবই কম। তবে এটি তাপমাত্রায় উল্লেখযোগ্য হ্রাস।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি