ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

স্কুটারের পিছনে বসেই বাথরুমের কাজ সারলেন নারী!

প্রকাশিত : ১৩:১৭, ১৬ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৩:৫৬, ১৬ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

যত আজব কাণ্ড কি ফ্লোরিডাতেই ঘটে? মার্কিন যুক্তরাষ্ট্রের এই স্টেটের খ্যাতি তার কমলালেবু, ডিজনি ওয়ার্ল্ড আর বিটকেল কাণ্ড-কারখানার জন্য। সেই সুনাম অক্ষুণ্ণ রেখেই সম্প্রতি ভাইরাল এক ভিডিও সামনে এল। ফেসবুকে আপলোড হওয়া এই ভিডিও নিয়ে আপাতত মশগুল নেটিজেনরা।

সম্প্রতি ফেসবুকের ‘অনলি ইন ডেড’ নামের একটি পেজ-এ পোস্ট হওয়া এই ভিডিও-তে দেখা যায়, ফ্লোরিডার রাস্তায় চলন্ত স্কুটারের পিছনে বসে সাঁতারের পোশাক পরিহিতা এক নারী যা করছেন, তা নারীরা সাধারণত বাথরুমে করে থাকেন।

দেখা যায়, চলন্ত স্কুটারে সওয়ার অবস্থাতেই নারী এক প্লাস্টিকের রেজার দিয়ে তার পায়ের লোম চাঁছছেন। বাইকটি যিনি চালাচ্ছেন, তিনি এক পক্ককেশ মানুষ। আর স্বল্পবসনা সুন্দরীটি নেহাতই উদ্ভিন্নযৌবনা। বোঝাই যাচ্ছে, তারা কোনও সমুদ্র সৈকতের দিকে চলেছেন।

এহেন এক ‘ব্যক্তিগত’ কাজ জনসমক্ষে করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করছেন না এই তরুণী। ভিডিওটি দেখে এটাই সর্বাগ্রে মনে আসে। তেমনটা ভেবেই সরব হয়েছেন নেটিজেনরা। ভিডিওটি লাইক ও শেয়ার করতে করতে তারা করে চলেছেন আজব সব কমেন্ট। 

সূত্র: এবেলা

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি