ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

স্কুলে সাপের উপদ্রবে শিক্ষার্থীরা আতংকিত(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩১, ২৩ জুলাই ২০১৮

নাটোরের সিংড়ায় একটি স্কুলে সাপের উপদ্রবে আতংকিত শিক্ষার্থীরা। কয়েকদিনে ডজনেরও বেশি সাপ দেখা গেছে শ্রেণীকক্ষ, বারন্দাসহ অন্যান্য অংশে। সেইসঙ্গে রেরুচ্ছে কিছু বিষাক্ত পোকামাকড়ও। আতংকে অনেকে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে।

সিংড়া উপজেলার প্রত্যন্ত এলাকায় সোনাপুর পমগ্রাম প্রাথমিক বিদ্যালয়। শতভাগ উপস্থিতির স্কুলটিতে ক’দিন ধরে সাপের উপদ্রবে কমেছে শিক্ষার্থী। বিদ্যালয় ভবনের আনাচে কানাছে থেকে বের হচ্ছে বিষধর সাপ।

বৃহষ্পতি থেকে রোববার পর্যন্ত ১৩টি সাপ পাওয়া গেছে। ক্লাসরুমে, বেঞ্চের নিচে, বারান্দার ফোঁকর দিয়ে আচমকা সাপ বের হওয়ায় আতংকিত শিক্ষার্থীরা।

সাপ থেকে সুরক্ষায়, লাঠি নিয়ে পাহারা বসিয়ে বারন্দায় চলছে ক্লাস। এক ক্লাসের সময় খেয়াল রাখছে অন্য শ্রেণীর শিক্ষার্থীরা।

এছাড়া ভবনের বিভিন্ন অংশে বের হচ্ছে নানা পোকামাকড়। উদ্বেগ দেখা দিয়েছে অভিভাবকদের মাঝেও। শিশুদের নিরাপত্তায়, প্রয়োজনে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে জানালো কর্তৃপক্ষ।

স্কুলে সাপের উপদ্রব ঠেকাতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য, সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি