স্কুল জীবনের বিদ্যাপীঠ থেকে প্রচারণা শুরু করলেন বদিউজ্জামান সোহাগ
প্রকাশিত : ১২:৪৮, ১৯ ডিসেম্বর ২০২৩
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ স্কুল জীবনের বিদ্যাপীঠ থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তিনি বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসন থেকে নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে মোরেলগঞ্জ উপজেলার বলইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি।
এর আগে কালিকাবাড়ি গ্রামে নিজ বাড়ি এসে বাবার কবর জিয়ারত করেন সোহাগ। এ সময় মোরেলগঞ্জ-শরণখোলা উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠানের সোহাগ বলেন, আমরা এই অঞ্চলের মানুষ জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ, কারণ পদ্মা সেতুসহ এ অঞ্চলের অভূতপূর্ব উন্নয়নের জন্য। আমরা উন্মুখ হয়ে আছি তাকে কৃতজ্ঞতা জানানোর জন্য। এ কৃতজ্ঞতা জানানোর দিন হল ৭ জানুয়ারি। ওইদিন দলমত নির্বিশেষে ভোট উৎসবে পালন করে জননেত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানানোর আহ্বান জানান সোহাগ।
এএইচ
আরও পড়ুন