ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

স্টিল নির্মিত ভবনের জনপ্রিয়তা বাড়ছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৪, ৩ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ০৯:৫৪, ৪ ডিসেম্বর ২০১৭

দেশে স্টিল নির্মিত ভবনের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। বিশ্বের উন্নত দেশের মতো বাংলাদেশেও মেঘা প্রকল্পগুলোতে স্টিলের ব্যবহার শুরু হয়েছে। এতে দেশীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো অবদান রাখতে শুরু করেছে। ভূমিকম্প সহনীয় স্থিতিস্থাপক ক্ষমতা অনেক বেশি হওয়ায় পশ্চিমা বিশ্বের বড় বড় প্রকল্পসহ বর্তমানে দুবাইয়ের বুর্জ  খলিফাও স্টিল দ্বারা নির্মিত হয়েছে বলে জানা গেছে।

এছাড়া পরিবেশের সুরক্ষায়  আরসি বিল্ডিং ( ইট-সিমেন্ট নির্মিত ভবন) এর তুলনায় স্টিল বিল্ডিং সহনীয় হওয়ায় বর্তমানে সচেতন মহলে স্টিল বিল্ডিং এর জনপ্রিয়তা বেড়েছে।

দেশে ২০০২ সালে স্টিল নির্মিত ভবনের যাত্রা শুরু হলেও বর্তমানে প্রায় পাঁচ শতাংশ ভবন স্টিল দ্বারা নির্মিত হচ্ছে । আগামী ১০ বছরে তা ৫০ শতাংশ ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ স্টিল বিল্ডিং ম্যানোফেকচারিং অ্যাসোসিয়েশানের চেয়ারম্যান প্রকৌশলী আবু নোমান হাওলাদার।

স্টিল বিল্ডিং এর ডাক্টাইল অনেক বেশি হওয়ায় তা ভূমিকম্প সহনীয়। ভূমিকম্পের কারণে এটি দুলবে, তবে কখনো ভেঙ্গে পড়বে না। অন্যদিকে আরসি বিল্ডিং এর ‘রাইজিডিটি’ বেশি হওয়ায় ভূমিকম্প সহনীয় মাত্রার চেয়ে বড় মাত্রার ভূমিকম্প হলে তা ভেঙ্গে পড়বে। তাই স্টিল বিল্ডিং এর জনপ্রিয়তা বাড়ছে বলে মনে করেন অনেকে।

স্টিল বিল্ডিং এর জনপ্রিয়তা বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে উদ্যোক্তারা মনে করছেন, স্টিল বিল্ডিং যেভাবে ইচ্ছে, ঠিক সেভাবে ডিজাইন করা যায়। শুধু তাই নয়, ‘ইনটেরিয়র ডিজাইনের’ সুবিধার্থে ভবনের যে কোন তলা থেকে দেয়াল সরিয়ে নেওয়া যায়। পিলার সরানোর প্রয়োজন হলে সেটিও সরিয়ে নেওয়া যায়।

এদিকে স্টিল বিল্ডিং নির্মাণের  কয়েক বছর পর কেউ চাইলে তার পুরো ভবনটি সরিয়ে নিতে পারবেন। এ ক্ষেত্রে ভবন নির্মানে ব্যবহৃত কাঁচামালের ১০ শতাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।

বিপরীতে আরসি বিল্ডিং সরাতে হলে সমস্ত ভবনটিই ভেঙ্গে ফেলতে হয়। তাই ভবন ভবিষ্যতে সরাতে হতে পারে, এমন আশঙ্কা যারা করছেন তাদের মধ্যে স্টিল বিল্ডিং এর জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে।

এদিকে স্টিলখাতে জনবলও বাড়ছে। বর্তমানে এই খাতটিতে কমপক্ষে এক লাখ শ্রমিক কাজ করছে বলে জানান প্রকৌশলী আবু নোমান হাওলাদার। শুধু তাই নয়, বর্তমানে এই খাতটিতে দক্ষ জনবল তৈরি হচ্ছে, যাদের অনেকে বিদেশে গিয়ে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে।

 এসএইচ/

 

 

 

 

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি