ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

স্ট্যান্ডার্ড চার্টার্ড অ্যাওয়ার্ডে শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান

প্রকাশিত : ১৭:৪৬, ৩১ মার্চ ২০১৯

পার্টনারস্ ইন প্রোগ্রেসঃ স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ট্রেড অ্যাওয়ার্ড ২০১৮"-তে সম্প্রতি একত্রিত হন তিন শত-এর বেশি ব্যবসায়ী নেতৃবৃন্দ। গত বছর প্রথমবার অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড চার্টার্ড, বাংলাদেশ ট্রেড অ্যাওয়ার্ডস একটি বার্ষিক উদ্যোগ, যার মাধ্যমে ব্যাংক তাদের মূল্যবান ক্লায়েন্টদেরকে আন্তর্জাতিক বাণিজ্যে বিশেষ অর্জনের জন্য স্বীকৃতি প্রদান করে।

অনুষ্ঠানটি ক্লায়েন্টদের সাথে ব্যাংকের গভীর সম্পর্কগুলো উদযাপন করে, যার উপর ভিত্তি করে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের ব্যাবসায়িক ও বাণিজ্যিক প্রবৃদ্ধির সহায়ক হওয়ার উদ্দশে এগিয়ে যেতে সক্ষম হয়েছে।

এই বছর ১২ টি প্রতিষ্ঠান ব্যাংকের ট্রেড ভলিউমে সর্বোচ্চ অবদান রাখার জন্য পুরস্কার পেয়েছে। টেক্সটাইল এ্যান্ড গার্মেন্টস সেগমেন্টের বিজয়ীরা হলেন- হা-মীম গ্রুপ, ইয়াংওয়ান কর্পোরেশন, এপিক গ্রুপ, স্কয়ার গ্রুপ এবং প্যাসিফিক জিন্স লিঃ। অন্যান্য ইন্ডন্ট্রিতে যেমন কমোডিটিস, পাওয়ার, এফএমসিজি এবং অটোমোবাইলস-এ বিজয়ীরা হলেন সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, টি. কে. গ্রুপ; পিএইচপি ফ্যামিলি, ইউনাইটেড গ্রুপ, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এবং উত্তরা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনটি জাতীয় রপ্তানি ট্রফি স্বর্ণ বিজয়ীকে সম্মাননা প্রদান করেন ব্যাংক। জাবের ও জুবায়ের ফেব্রিক্স লিমিটেড-এর জন্য নোমান গ্রুপ, আকিজ জুট মিলস লিমিটেড-এর আকিজ গ্রুপ এবং বঙ্গ প্লাস্টিক ইন্টারন্যাশনাল লিমিটেড-এর জন্য প্রাণ গ্রুপ কে এই সম্মাননা দেয়া হয় ।

পুরষ্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী। এছাড়াও উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক-এর ট্রানজেকশন ব্যাংকিং-এর গ্লোবাল হেড লিসা রবিনস এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড, বাংলাদেশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয়। অনুষ্ঠানটি শেষ হয় বিশ্বব্যাপী সমাদৃত রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার কিছু অনবধ্য সংগীত পরিবেশনের মাধ্যমে।

অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড, বাংলাদেশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, পার্টনারস্ ইন প্রোগ্রেসঃ স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ট্রেড অ্যাওয়ার্ড একটি উদ্যোগ যার মাধ্যমে আমরা আমাদের দেশের সমৃদ্ধির যাত্রায় আমাদের ক্লায়েন্টদের সাফল্য উদযাপন করি। এটি বাংলাদেশের উদ্যোক্তাদের সাফল্যের স্বীকৃতি দেয়, যারা তাদের কঠোর পরিশ্রম ও দক্ষতার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বব্যাপী ভ্যালু চেইন এর গুরুত্বপূর্ণ অংশ হিসাবে পরিণত করেছে।

১১৪ বছর ধরে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এ দেশে আন্তর্জাতিক বাণিজ্য সুবিধা প্রদানের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংক ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম লেটার অব ক্রেডিট (এলসি) ইস্যু করে। আজ ব্যাংকটি সরাসরি দেশের ৮% আন্তর্জাতিক বানিজ্য পরিচালনায় সম্পৃক্ত।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি