ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ‘আর্থিক অপরাধ বিষয়ক’ কর্মশালা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৩, ১৬ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৯:২৭, ১৬ নভেম্বর ২০১৭

সম্প্রতি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে `করেসপনডেন্ট ব্যাংকিং একাডেমি অন ফাইন্যান্সিয়াল ক্রাইম কমপ্লায়েন্স’ এর উপর দিনব্যাপি এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় অংশ নেন বিভিন্ন ব্যাংকের ১৬০ জনেরও বেশী উচ্চপদস্থ কর্মকর্তাসহ তথ্য প্রযুক্তি বিভাগের সদস্যরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মাদ রাজী হাসান। কর্মশালার উদ্বোধন করেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের (বাংলাদেশ) সিইও নাসের এজাজ বিজয়।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর এন্ড হেড অব ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন মুহিত রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন ব্যাংকের সিইও এবং অন্যান্য আলোচকরা আলোচনায় অংশগ্রহণ করেন। বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডিরেক্টর, বিএফআইইউ কামাল হোসেন মানি লন্ডারিং এবং আর্থিক অপরাধ বিরোধী জাতীয় প্রাতিষ্ঠানিক কাঠামো ব্যবস্থা বিবরণ করেন।

দিনব্যাপি এই কর্মশালায় গ্লোবাল হেড অব ব্যাংকস এন্ড ব্রোকার ডিলার হেইডি টোরিবিও এবং হেড, ফাইন্যান্সিয়াল ক্রাইম কমপ্লায়েন্স, আসিয়ান ও দক্ষিন এশিয়া জোডি আর্থার করেসপনডেন্ট ব্যাংকিং, আর্থিক অপরাধ ও নিষেধাজ্ঞা বিষয়ে উপস্থাপনা তুলে ধরেন।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও নাসের এজাজ বিজয় বলেন, করেসপনডেন্ট ব্যাংকিং পরিচালনার ক্ষেত্রে মানি লন্ডারিং এবং আর্থিক অপরাধ নিয়ন্ত্রণ বর্তমানে অন্যতম গুরুত্বপূর্ন বিষয়। বাংলাদেশে নেতৃত্বস্থানীয় বিদেশী ব্যাংক হিসেবে আমরা মানি লন্ডারিং এবং আর্থিক অপরাধ ঝুকি নিয়ন্ত্রণে বিশ্বসেরা ব্যবস্থাগুলোর প্রচার এবং কার্যকর করার ব্যাপারে বদ্ধপরিকর। সংবাদ বিজ্ঞপ্তি।

 

আর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি