ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪

স্ত্রীকে হত্যার পর পাক মন্ত্রীর আত্মহত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৯, ৩ ফেব্রুয়ারি ২০১৮

পাকিস্তানের প্রাদেশিক মন্ত্রী মীর হাজার খান বিজারানি ও তার স্ত্রী ফারিহা রাজাকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার করাচিতে নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

শুক্রবার পুলিশ জানিয়েছে, একই অস্ত্র দিয়ে নিজের স্ত্রীকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন মির হাজার খান। নিজেদের মধ্যে ঝগড়া-বিবাদকে কেন্দ্র করেই হত্যা এবং আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

এক বিবৃতিতে করাচির পুলিশ জানিয়েছে, বাসা থেকে চারটি গুলির খোসা ও আলামত জব্দ করা হয়েছে। গুলিগুলোর প্রত্যেকটিই একটা অস্ত্র থেকে ছোড়া হয়েছে। চারটির মধ্যে একটি গুলি নিজের মাথায় করেছেন মীর হাজার খান। আর বাকি তিনটি গুলি স্ত্রীকে করা হয়েছে।

মীর হাজার খান বিজারানি পাকিস্তান পিপলস পার্টির জনপ্রিয় নেতা এবং সিন্ধু প্রদেশের পরিকল্পনা ও উন্নয়নমন্ত্রী ছিলেন। আর তার স্ত্রী ফারিহা রাজাক ছিলেন সাংবাদিক।

সূত্র: ডন

একে// এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি