ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

স্নাতক পাশেই ওয়ালটনে চাকরির সুযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৪, ১৪ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

নতুন জনবল নিয়োগ দেওয়ার জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন গ্রুপ। প্রতিষ্ঠানটি কাস্টমার রিলেশন এক্সিকিউটিভ পদে ২২ জনকে নিয়োগ দেবে। পদটিতে নারী ও পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন।

পদের নাম

কাস্টমার রিলেশন এক্সিকিউটিভ।

যোগ্যতা

যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর পাস হতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও এমএস এক্সেলসহ কম্পিউটার জ্ঞান থাকতে হবে।

বয়স ও চাকরির স্থান

চাকরির বয়সসীমা ২২ থেকে ৩০ বছর। নির্বাচিত প্রার্থীদের ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, দিনাজপুর, হবিগঞ্জ, মাদারীপুর, রংপুর, সুনামগঞ্জ, সিলেট এবং বরিশালে নিয়োগ দেওয়া হবে।

বেতন

আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারিত হবে। এ ছাড়া কোম্পানির পলিসি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা এই ই-মেইলে wsms@waltonbd.com   অথবা জাগোজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা

আগ্রহী প্রার্থীরা আগামী ২০ এপ্রিল, ২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র : জাগোজবস ডটকম

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি