ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

স্পেনের অবৈধ অভিবাসীদের জন্য সুখবর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৪, ২১ নভেম্বর ২০২৪

অভিবাসন বা উন্নত জীবনের আশায় ঝুঁকি নিয়ে  ইউরোপের বিভন্ন দেশে পাড়ি দিয়েছেন নিম্ন আয়ের মানুষজন। এ দেশের তালিকায় অন্যতম অবস্থানে রয়েছে স্পেন। এসব অবৈধ অভিবাসীদের এবার সুখবর দিল স্প্যানিশ কর্তৃপক্ষ। দেশটি প্রতিবছর তিন লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছে। 

দুই থেকে তিন বছর ধরে যারা দেশটিতে বসবাস করছেন, বৈধতার ক্ষেত্রে তাদের দেয়া হবে অগ্রাধিকার। এছাড়া দেয়া হবে ওয়ার্ক পারমিটও। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন স্পেনের অভিবাসন বিষয়ক মন্ত্রী।

উন্নত জীবনের আশায় প্রতিদিন বিমান, স্থলপথ ও আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে শত শত অভিবাসনপ্রত্যাশী পাড়ি জমান স্পেনে। সরকারি হিসাব বলছে, ২০২৪ সালের প্রথম ছয় মাসে স্পেনে প্রবেশ করেছেন অন্তত ২৫ হাজার নথিবিহীন অভিবাসী। 
 
তাদের মধ্যে ১৯ হাজারেরও বেশি গেছেন সাগর পাড়ি দিয়ে। ইউরোপের যেসব দেশে নথিবিহীন অভিবাসীর সংখ্যা অতিমাত্রায় বেশি, তার মধ্যে স্পেন অন্যতম। এবার অবৈধ অভিবাসীদের জন্য সুখবর দিলো দেশটির সরকার। 
 
রাজধানী মাদ্রিদে এক সংবাদ সম্মেলনে দেশটির অভিবাসন বিষয়ক মন্ত্রী এলমা সেইজ বলেন, একটি উন্নত, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে স্পেনকে গড়ে তোলার জন্য প্রতি বছর আড়াই লাখ বিদেশি কর্মী প্রয়োজন। সরকারের সিদ্ধান্ত, দেশে এখন যত নথিবিহীন অভিবাসী রয়েছে, তাদের পর্যায়ক্রমে স্পেনে বৈধভাবে বসবাসের সুযোগ এবং ওয়ার্ক পারমিট দেয়া হবে। 
 
যেসব নথিবিহীন অভিবাসী অন্তত দুই থেকে তিন বছর ধরে স্পেনে বসবাস করছেন, বৈধতার ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেয়া হবে বলেও জানান তিনি। 
 
দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বিশেষ প্রকল্পের নাম দিয়েছেন ‘সার্কুলার মাইগ্রেশন’। সাম্প্রতিক কয়েকটি কর্মসূচিতে স্পেনের বর্তমান নিম্ন জন্মহার এবং বয়স্ক লোকজনের অবসর গ্রহণের জেরে অর্থনীতির বিভিন্ন খাতে কর্মী সংকট চলছে বলেও উল্লেখ করেন তিনি। 
 
তবে সরকারের সাম্প্রতিক পদক্ষেপ দেশটির সাধারণ জনগণ কীভাবে নেবেন, সে বিষয়ে এখনও কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

এমবি


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি