ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

স্পেনের প্রথম জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৫, ১০ জুন ২০২২

উয়েফা নেশন্স লিগে প্রথম দুই ম্যাচে ড্র করেছিল স্পেন। এবার তৃতীয় ম্যাচে এসে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে জিতেছে তারা। যার মধ্য দিয়ে প্রথম জয়ের দেখা পেল সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

বৃহস্পতিবার রাতে দুই নম্বর গ্রুপের এই ম্যাচে স্পেন জয় তুলে নিয়েছে সারাবিয়ার একমাত্র গোলে।

ম্যাচের ১৩ মিনিটে মার্কোস ইয়োরেন্তের পাসে বল পেয়ে মিডফিল্ডার সারাবিয়া দলকে উল্লাসে মাতিয়ে তোলেন। শেষ পর্যন্ত এই এক গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

এর আগে প্রথম ম্যাচে পর্তুগালের সঙ্গে ১-১ ও চেক রিপাবলিকের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল স্পেন। তাই ৫ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে আছে তারা। আর সুইজারল্যান্ড একটি ম্যাচেও জিততে পারেনি।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি