ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

স্পেনের ফুটবলার মরিয়েন্টেসের জন্মদিন আজ

প্রকাশিত : ১৯:২৯, ৫ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৯:২৯, ৫ এপ্রিল ২০১৬

ফার্নান্দো মরিয়েন্টেস সানচেজ স্পেনের সাবেক ফুটবলার। বর্তমানে কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ফুয়েনলা ব্রাডা ক্লাবে। ১৯৭৬ সালে আজকের এই দিনে স্পেনের জন্মগ্রহন করেন তিনি। ফার্নান্দো মরিয়েন্টেস সানচেজের জন্মদিনে তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু দিক। দর্শক ও সহকর্মীদের কাছে মরিয়েন্টেস নামইে বেশি পরিচিত স্পেনের এই তারকা স্ট্র্রাইকার। খুব অল্প সময়ে ফুটবলে ধারণ নৈপূর্ণ দেখিয়ে জয় করেছেন লাক্ষো দর্শকের মন। ফুটবল ক্যারিয়ার হিসেবে প্রথম খেলা শুরু করেন আলবাসেটে ক্লাবের হয়ে। এরপর আর পিছে ফিরে তাকাতে হয় নি তাকে। ১৯৯৩ সালে আলবাসেটে ক্লাবের হয়ে বয়সভিত্তিক খেলা শুরু করেন তিনি। এই ক্লাবে দুই মৌসুম খেলে চলে যান জারাগোজা ক্লাবে। আর ১৯৯৭ সালে মাঠে নামেন রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে। আর এই ক্লাবের হয়ে খেলের ক্যারিয়ারের সবচেয়ে বেশি ম্যাচ। ২০০৫ সাল পর্যন্ত ১৮২টি ম্যাচ খেলে গোল পেয়েছেন ৭২টি। রিয়ালের হয়ে মাঝে এক মৌসুমের জন্য ধারে খেলেন মোনাকো ক্লাবে। ক্যারিয়ারে ভালো খেলায় ডাক পেয়েছেন অনেক ক্লাব থেকেই। ২০০৫ সালে খেলেন লিভারপুলের হয়ে। এরপর খেলেছেন ভ্যালেন্সিয়া, মার্সেলো ও সান্তা আনা ক্লাবে। ২০১৫ সালে সান্তা আনা ক্লাবের হয়ে অবসর নেন তিনি। লা লিগায় রিয়াল মাদ্রিদ, মোনাকো, লিভারপুল ও ভ্যালেন্সিয়ার হয়ে ৩৩৭ টি ম্যাচ খেলে গোল করেছেন ১২৪টি। ক্লাব পর্যায়ের পাশাপাশি জাতীয় দলের জার্সিতে আলো ছড়ান মরিয়েনটেস। ক্যারিয়ারে খেলেন স্পেন অনুর্ধ্ব- ১৮, ২০, ২১ ও ২৩ দলে। আর ১৯৯৮ থেকে ২০০৭ সাল পর্যন্ত খেলেন স্পেনের জাতীয় দলে। অবসরের পর বিভিন্ন ক্লাবে কোচ হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক এই ফুটবলার।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি