পাবনা মানসিক হাসপাতাল
স্বজনদের উদাসীনতায় বাড়ি ফিরতে পারছেন না ১৮ রোগী
প্রকাশিত : ২৩:১৭, ৬ জুলাই ২০১৮
সুস্থ্য হয়েও বাড়ি ফিরতে পারছেন না পাবনা মানসিক হাসপাতালের ১৮ জন রোগী। কেউ আছেন ২০ বছর, কেউবা ২৫। স্বজনদের অবহেলা আর ভুল ঠিকানার কারণে বাড়ি ফেরা হচ্ছেনা তাদের।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, কোনো রোগী মারা গেলে মরদেহও নিতে চাননা স্বজনরা।
ঢাকার মগবাজারের নয়াটোলা এলাকার সাইদ হোসেন। ১৯৯৬ সালে মানসিক রোগী হিসেবে তাকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। এরপর কেটে গেছে প্রায় ২১ বছর। সুস্থ্য হয়ে গেলেও পরিবার ভুল ঠিকানা দেওয়ায় বাড়ি ফিরতে পারছেন না সাইদ।
শুধু সাইদ নয়, সুস্থ্য হয়ে ওঠা আরো ১৭ জন রোগী ফিরে যেতে চান স্বজনদের কাছে। কিন্তু স্বজনদের উদাসীনতা, আর অবহেলায় তাদের দিন কাটছে হাসপাতালের চার দেয়ালের মাঝে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, রোগী ভর্তির সময় দেয়া তথ্য ঠিক থাকলেও পরে তাদের সন্ধান পাওয়া যায়না। এছাড়া রোগী বেশিদিন হাসপাতালে রাখতেও চাপ আসে বিভিন্ন মহল থেকে।
পাবনা মানসিক হাসপাতালের পরিচালক ডা. তন্ময় প্রকাশ বিশ্বাস বলেন, রোগীর প্রতি স্বজনদের মানবিকতা ও মার্যাদাবোধ নিয়ে অভিভাবকদের সচেতনতা বাড়ানো প্রয়োজন।
প্রতিষ্ঠার পর থেকে ২০১৮ সাল পর্যন্ত মানসিক হাসপাতালে রোগী ভর্তি হয়েছে ৮১ হাজার ৯১৪ জন। সুস্থ্য হয়ে ৬৯ হাজার ২৬৪ জন বাড়ি ফিরে গেলেও চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৭১৭ জন। বর্তমানে রোগী ভর্তি রয়েছে ৪২৬ জন।
ভিডিও:
এসি
আরও পড়ুন