ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

‘স্বপ্ন’ এখন বিশ্বনাথে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৭, ১৬ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

দেশের অন্যতম রিটেইল চেইন শপ ’স্বপ্ন’ এখন সিলেটের বিশ্বনাথে। বৃহস্পতিবার বিকেল তিনটায় সিলেট বিশ্বনাথের পুরান বাজারে (থানার বিপরীতে) স্বপ্ন’র নতুন এই আউটলেট উদ্বোধন করা হয়।  

এ সময় ইনভেস্টর হুমায়ুন কবির, ছাইফুল ইসলাম, রিজিওনাল হেড অব অপারেশন আবদুল্লাহ আল মাহবুব এবং হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ রাজিবুল হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

‘স্বপ্ন’র রিটেইল এক্সপ্যানশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল বলেন, আমরা আশা করছি স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ পরিবেশে এখানের সব গ্রাহক স্বপ্ন’তে নিয়মিত বাজার করবেন। গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে পণ্য রাখা হয়েছে আমাদের আউটলেটে।

নতুন এ আউটলেটের উদ্বোধন উপলক্ষে স্বপ্ন’র পক্ষ থেকে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় সব অফার। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছাড়াও এসব অফারের আওতায় থাকছে নগদ মূল্যছাড়। গ্রাহকদের জন্য থাকছে হোম ডেলিভারি সেবাও। এই আউটলেটের জন্য হোম ডেলিভারি নাম্বার: ০১৮৪৭-২৬৫১১৫।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি