ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

স্বপ্ন নিয়ে এলো সবজি ও ফলের নতুন ব্র্যান্ড ‘শুদ্ধ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৬, ৯ এপ্রিল ২০১৮

খাদ্য মানুষের মৌলিক অধিকার। তাই সবার জন্য নিরাপদ খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর নিরাপদ খাবারে লক্ষ্যকে সামনে রেখে স্বপ্ন নিয়ে এলো তাদের সবজি এবং ফলের ব্র্যান্ড "শুদ্ধ"। ক্রেতাদেরকে সবচেয়ে নিরাপদ সবজি ও ফল কেনার অধিকার বুঝিয়ে দিবে স্বপ্নের সবজি ও ফলের ব্র্যান্ড "শুদ্ধ"।

সম্প্রতি একটি ব্র্যান্ড উদ্বোধন অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু করে স্বপ্নের সবজি ও ফলের ব্র্যান্ড "শুদ্ধ"। অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন স্বপ্নের নির্বাহী পরিচালক জনাব সাব্বির হাসান নাসির। এছাড়াও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা  ইউএসএইডি এর পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ অফ পার্টি পল বানডিক, ডেপুটি চিফ অফ পার্টি  বানি আমিন, প্রাইভেট সেক্টর এডভাইসার অনিরুদ্ধ হোম রয় প্রমুখ ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বপ্নের বিজনেস ডিরেক্টর সোহেল তানভির খান, সাইফুল আলম, অপারেশনস ডিরেক্টর আবু নাছের, চীফ অফ সেলস শামসুদোহা শিমুলসহ উভয় প্রতিষ্টানের উর্দ্ধতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে সাব্বির হাসান নাসির তার বক্তব্যে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএ ইডিকে তাদের সর্বাধিক সহায়তার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ জানান। তিনি আরো বলেন "স্বপ্ন বিশ্বাস  করে, কৃষক বাঁচলে বাঁচবে দেশ এবং শুদ্ধ কৃষি নিয়মিত অনুশীলনের মাধ্যমেই বেঁচে থাকবে বাংলার কৃষক এবং কৃষি ব্যাবস্থা। কৃষকদেরকে শুদ্ধ কৃষি সম্পর্কে উৎসাহিত করার জন্যই মূলত স্বপ্নের সবজি ও ফলের ব্যান্ডের নাম রাখা হয়েছে "শুদ্ধ"। এই ব্যান্ডের মাধ্যমে ক্রেতারা এখন থেকে জানতে পারবে কোন কৃষকের ক্ষেত থেকে কোন সবজি বা ফলটি স্বপ্নতে এসেছে এবং নিয়ম অনুযায়ী সময় মেনে তাতে সার এবং কীটনাশক ব্যাবহার করা হয়েছে কিনা। ক্রেতাদেও জীবন যাত্রার মান উন্নয়নের পাশাপাশি শুরু থেকে আজ পর্যন্ত স্বপ্ন লড়াই করে যাচ্ছে ক্রেতারা যাতে সবচাইতে নিরাপদ খাবার টি তাদের বাসায় নিয়ে যেতে পারে এবং আসছে দিন গুলিতেও স্বপ্ন একই লড়াই চালিয়ে যাবে“। অনুষ্ঠানে ১৫ জন কৃষককে দেয়া হয় বিশেষ স্বীকৃতি যারা সব চাইতে বেশী উদ্যোগী হয়ে এগিয়ে এসেছিলো এই প্রশিক্ষণ নেবার জন্য।

সংবাদ বিজ্ঞপ্তি

আরকে// এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি