ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে খালেদা জিয়ার ডিভিশনের আবেদন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৮, ১১ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

কারা কর্তৃপক্ষ খালেদা জিয়ার ডিভিশনের আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। এ সম্পর্কে কারা মহাপরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দীন বলেছেন,  ‘আইনজীবীরা একটি আবেদন আমাদের কাছে দিয়ে গেছেন। আমরা সেটি সরকারের বিবেচনার জন্য মন্ত্রণালয়ে পাঠিয়েছি।’

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কারা মহাপরিদর্শক বলেন, ‘খালেদা জিয়া সাধারণ বন্দি হিসেবেই কারাগারে আছেন। জেল কোড অনুযায়ী তাকে সাধারণ বন্দি হিসেবেই রাখা হয়েছে। জেল কোড অনুসারে প্রাথমিক রিকমেন্ডেশন কোর্ট থেকেই আসবে। কোর্ট থেকে যে সিদ্ধান্ত আসে সে অনুযায়ী পদক্ষেপ নেয় সরকার। ৮ (ফেব্রুয়ারি) তারিখ কোর্টের রায়ে কোনও সিদ্ধান্ত আসে নাই, যার কারণে তাকে ৮ তারিখ থেকে সাধারণ বন্দি হিসেবেই রাখা হয়েছে।’

কারা বিধি অনুসারে সাবেক প্রধানমমন্ত্রী ও সংসদ সদস্য হিসেবে খালেদা জিয়া ডিভিশন পাবেন কিনা এমন প্রশ্নের জবাবে কারা মহাপরিদর্শক বলেন, ‘জেল কোডে দুটি কথা বলা আছে। ১৮৬৪ সালের জেল কোডে এ ধরনের কথা নেই। সেখানে বলা আছে কি কি ক্ষেত্র আছে, সেগুলো বিবেচনা করে কোর্ট যে নির্দেশ দেবেন সেটি পালন করা হবে। পরবর্তীতে ২০০৬ সালে একটি জেল কোড প্রণীত হয়েছিল, ৬১৭-এর উপধারায় ওয়ারেন্ট অব প্রেসিডেন্স আছে। সেখানে প্রাক্তন প্রেসিডেন্ট আছে, প্রধানমন্ত্রীর কথা উল্লেখ নেই। সংসদ সদস্যের বিষয়ে সেখানে বলা আছে, সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলের সংসদ সদস্য অথবা সভাপতি অথবা সাধারণ সম্পাদকের কথা। যেহেতু তিনি বা তার দল সংসদে প্রতিনিধিত্ব করছেন না, তাই সেই ক্ষেত্রেও তাকে নিতে পারি না।’

খালেদা জিয়ার ব্যক্তিগত পরিচারিকা তার সঙ্গে কারাগারে আছে কিনা এ প্রসঙ্গে কারা মহাপরিদর্শক আরও বলেন, ‘তার সঙ্গে কোনও সেবিকা নেই। প্রথম দিন পুলিশ তাকে (সেবিকা) দিয়ে গিয়েছিল, কিন্তু আমরা একঘণ্টা পরে তাকে ফেরত দিয়েছি।’

 খালেদা জিয়ার খাবার প্রসঙ্গে কারা মহাপরিদর্শক বলেন, ‘বাইরে থেকে কোনও খাবার অ্যালাউ করা হচ্ছে না। সাধারণ বন্দিদের ক্ষেত্রে শুকনো খাবার, ফলমূল অ্যালাউ করা হয়। এক্ষেত্রে তার স্বজনরা ফলমূল নিয়ে এসেছেন, সেগুলো অ্যালাউ করা হয়েছে। আর জেল কোড অনুযায়ী যে ধরনের খাবার দেওয়ার কথা সেগুলোই দেওয়া হচ্ছে।’

খালেদা জিয়া কয়েদির পোশাকে আছেন কিনা এমন প্রশ্নের জবাবে কারা মহাপরিদর্শক বলেন, ‘জেল কোড অনুযায়ী কয়েদির পোশাক পরার কথা।’ 

এসি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি