স্বর্ণখাত সরকারের নিয়ন্ত্রণে নেই : টিআইবি
প্রকাশিত : ১৬:৩৮, ২৬ নভেম্বর ২০১৭
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি)নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, স্বর্ণখাতে আমদানি ও দেশীয় বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নেই। সেইসঙ্গে এই পুরো প্রক্রিয়া সরকারের নিয়ন্ত্রণে নেই। এ বিষয়ে কোনো পূর্ণাঙ্গ নীতিমালাও হয়নি।
রোববার রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির ‘স্বর্ণখাতে স্বচ্ছতা ও জবাবদিহিতাঃ চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় টিআইবি একটি গবেষণা প্রতিবেদন তুলে ধরে। মো. রফিকুল হাসান, মো. রেজাউল করিম ও অমিত সরকার গবেষণাটি পরিচালনা করেন।
ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, দেশের স্বর্ণখাত জবাবদিহিতাহীন হিসাব বর্হিভূত কালোবাজার নির্ভর। এ খাতের বিভিন্ন পর্যায়ের অনিয়ম-দুর্নীতি অব্যাহত রয়েছে।
এ অবস্থায় স্বর্ণ অলঙ্কারের বাজার ব্যবসায়ীদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। চোরাকারবারীরাও এর সঙ্গে জড়িত হয়ে পড়েছে। এছাড়া সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনী, স্থলবন্দর, বিমান সংশ্লিষ্ট কর্মকর্তাদের একাংশের যোগসাজশ ও সম্পৃক্ততায় স্বর্ণ চোরাচালানের ঘটনা অব্যাহত রয়েছে। স্বর্ণের মান যাচাই ও ক্রেতা স্বার্থ সংরক্ষিত না হওয়ায় এর সঙ্গে জড়িত ক্রেতা এবং শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ সময় তিনি এ খাতের বিকাশের জন্য ১৫টি সুপারিশ করেন। যার মধ্যে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পূর্ণাঙ্গ আইনি কাঠামোর অধীনে স্বর্ণখাতকে আনার প্রস্তাব রয়েছে।
/ডিডি/ এআর
আরও পড়ুন