স্বর্ণ হাতিয়ে নেয়া চক্রের ৪ সদস্য আটক
প্রকাশিত : ০৯:০৯, ৩ এপ্রিল ২০২৩
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা থেকে প্রতারণার মাধ্যমে স্বর্ণ হাতিয়ে নেওয়া একটি চক্রকে গাইবান্ধা জেলা থেকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে প্রায় আড়াই ভরি ওজনের ৪টি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।
এ নিয়ে রোববার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ১৬ মার্চ আলফাডাঙ্গা থেকে প্রতারণা করে কয়েক ভরি স্বর্ণ হাতিয়ে নিয়ে যায় চক্রটি। এ বিষয়ে আলফাডাঙ্গা থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ প্রযুক্তির সহযোগীতায় গত শনিবার গাইবান্ধা থেকে প্রতারক চক্রটির চার সদস্যকে আটক করে।
তারা হলেন, সৈয়দ আলী, নাজমিন বেগম, তৈয়ব আলী ও তামিম রহমান সজিব।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত চক্রটি দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, নরসিংদী, ঢাকা, ফরিদপুর, বরিশালসহ ৮টি
জেলায় ১০টি প্রতারণার ঘটনা ঘটিয়েছে।
এএইচ
আরও পড়ুন