ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

স্বস্তিদায়ক সিঁড়ি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৬, ২০ জুলাই ২০১৭ | আপডেট: ১১:০৫, ২৩ জুলাই ২০১৭

সিঁড়ি বেয়ে উপরে উঠতে এখন আর তেমন কষ্ট হবে না। জর্জিয়া টেক এবং ইমোরি ইউনিভার্সিটির কিছু গবেষক এমনই এক সিঁড়ি আবিস্কার করেছেন যা দিয়ে উপরে উঠতে বা নিচে নামতে গেলে হাঁটুতে খুব একটা চাপ পরে না। এমনকি ব্যাপারটা অনেকটা সমতলে হাঁটার মতোই।

সুস্থ মানুষের জন্যেও এই সিঁড়ি বেশ স্বস্তিদায়ক হবে। গবেষকরা গাণিতিকভাবে প্রমাণ করেছেন তাদের তৈরি এই সিঁড়ি হাঁটুর ওপর প্রায় ২৬ শতাংশ চাপ কমাতে সক্ষম এবং অন্যান্য সাধারণ সিঁড়ির তুলনায় এটা পরিশ্রম কমায় প্রায় ৩৭ শতাংশ।

নতুন আবিষ্কৃত সিঁড়ির ব্যয় যেমন কম তেমনি এটা সাধারণ সিঁড়ির মতোই ব্যবহার করা যায়। একইসঙ্গে এর বিদ্যুৎ খরচ খুব কম। এর প্রধান কর্মকৌশল স্প্রিং এর ওপর নির্ভরশীল।

এই ধারণার প্রবর্তকদের একজন এবং ইমোরি ইউনিভার্সিটির বায়োমেডিক্যালের অধ্যাপক লিনা টাং বলেন, এটা দিয়ে সিঁড়ি বেয়ে উঠার  অর্থ আপনি যেন আপনার গাড়িতে ব্রেক কষছেন সে রকম। মানে গাড়িতে ব্রেক চাপতে যতটা শক্তি ব্যয় হয়, এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে বা নামতে সে রকম শক্তি ব্যয় হবে। এছাড়া এই সিঁড়ি স্বাস্থ্যসম্মত। 

কেআই/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি