ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

স্বাধীনতা দিবসে পদযাত্রায় অংশ নিতে পারবেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা

প্রকাশিত : ১৭:৪২, ২১ মার্চ ২০১৬ | আপডেট: ১৭:৪২, ২১ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

Museumস্বাধীনতা দিবসে ৩৬ মাইল পদযাত্রায় অংশ নিতে পারবেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যে কেউ। পদযাত্রায় যে অনুদান সংগ্রহ করা হবে তা যোগ হবে মুক্তিযুদ্ধ জাদুঘর তহবিলে। সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান নাগরিকজনের প্রতিষ্ঠান অভিযাত্রী। মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তারা বলেন নূন্যতম ১ হাজার টাকা অনুদান দিয়ে এ পদযাত্রায় অংশ নিতে পারবে যে কেউ। ২৬ শে মার্চ ভোর ৫ টায় পদযাত্রা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে রাসেল স্কয়ার হয়ে বিশমাইল বাসষ্ট্যান্ড হয়ে সন্ধ্যায় পৌছাবে স্মৃতিসৌধে। পদযাত্রায় অংশগ্রহণকারীদের সনদ প্রদান করবে মুক্তিযুদ্ধ জাদুঘর।  ১৯৭১ সালে একদল অভিযাত্রী দেশের স্বাধীনতার লক্ষ্যে বিশ্ব বিবেক জাগরণ পদযাত্রায় অংশ নেন। সেই লক্ষ্যে গেল তিন বছর ধরে শহীদ মিনার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত পদযাত্রা করে আসছে অভিযাত্রী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি