ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

স্বাধীনতা দিবসে ফুল দেয়া নিয়ে কুবি ছাত্রলীগের হট্টগোল 

কুবি প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৭, ২৬ মার্চ ২০২৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ নিয়ে হট্টগোলে জড়িয়েছে ছাত্রলীগের দুই গ্রুপ।

রোববার (২৬ মার্চ) ভিসিসহ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সামনেই এ হট্টগোলে জড়ান ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মীরা।

এসময় ভিসি অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, “আমি চাইনা ছাত্রলীগের কারণে স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠান পণ্ড হোক। তোমরা যে ঝামেলা করবে তাকেই আমি বহিষ্কার করে দিবো।”

জানা যায়, স্বাধীনতা দিবসে পূর্বঘোষিত কর্মসূচির আলোকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর প্রশাসনিক ভবনস্থ বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করতে আসেন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা। এসময় ক্যাম্পাস শাখা ছাত্রলীগের পক্ষ থেকে ফুল দেয়ার পর হলের পক্ষ থেকে ফুল দিতে গেলে ক্যাম্পাসের বাহিরে অবস্থানরত ছাত্রলীগের আরেকটি গ্রুপ বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে ফুল দেয়ার চেষ্টা করে। 

পরে উভয় গ্রুপ বাগবিতণ্ডায় জড়ান। এরপর একপক্ষ আরেকপক্ষের দিকে তেড়ে আসলে প্রক্টরিয়াল বডির সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

দুইপক্ষ বঙ্গবন্ধু ভাষ্কর্যের সামনে  উচ্চবাচ্য করেন। 

এ বিষয়ে জানতে চাইলে সহকারী প্রক্টর কাজী এম. আনিছুল ইসলাম বলেন, “আজকে যা হয়েছে তা খুবই সাধারণ বিষয়। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।”

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি