ঢাকা, বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫

স্বাধীনতা দিবসে শিল্পকলা একাডেমির বর্ণাঢ্য আয়োজন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৭, ২৭ মার্চ ২০২২

স্বাধীনতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে শিল্পকলা একাডেমি। শনিবার (২৬ মার্চ) সন্ধ্যায় একাডেমির নন্দন মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি পরিবেশন করেন দেশের বিশিষ্ট শিল্পীরা। এ ছাড়াও ছিল অ্যাক্রোবেটিক প্রদর্শনী।

সংগীত পরিবেশন করেন বিশ্বজিত রায় ও সুজিত মুস্তফা। আবৃত্তি করেন জয়ন্ত চট্রোপাধ্যায়, মীর বরকত ও কাজী মাহতাব সুমন।

কবিতা পাঠ করেন কবি মিনার মাহমুদ। সম্মেলক সংগীত পরিবেশন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সরকারি সংগীত কলেজ ও ঢাকা সাংস্কৃতিক দল।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি