ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

স্বাধীনতা মেডিকেল টেকনোলজিষ্ট পরিষদের ১০ দফা দাবি

প্রকাশিত : ১৯:২৭, ১৩ মে ২০১৬ | আপডেট: ১৯:২৭, ১৩ মে ২০১৬

মেডিকেল টেকনোলজিষ্টদের চাকরিতে প্রবেশকালীন বেতন স্কেল একাদশ থেকে দশম গ্রেডে উন্নীতকরণসহ ১০ দফা দাবি জানিয়েছে স্বাধীনতা মেডিকেল টেকনোলজিষ্ট পরিষদ। শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। বক্তারা অভিযোগ করেন, আন্তঃমন্ত্রনালয়ের সিদ্ধান্ত অনুযায়ী চিকিৎসা শিক্ষা ছাড়া সকল শিক্ষা কার্যক্রম শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হবার কথা। কিন্তু কারিগরী শিক্ষা বোর্ড ওই সিদ্ধান্তকে উপেক্ষা করে মেডিকেল টেকনোলজিষ্ট কোর্স পরিচালিত করছে। ফলে বিভিন্ন হাসপাতালে কারিগরী শিক্ষা বোর্ড থেকে পাশ করা মেডিকেল টেকনোলজিষ্টরা ভুল পরীক্ষা করছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি