ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

স্বামীবাগ লোকনাথ ব্রহ্মচারীর মন্দিরে হরিনাম সংকীর্তন শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৪, ২৭ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

ঢাকা স্বামীবাগে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর মন্দিরে বুধবার থেকে শুরু হয়েছে ২৪ প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন। বুধবার (২৭ নভেম্বর) ভোর থেকে শুরু হওয়া এই হরিনাম সংকীর্তন শেষ হবে আগামী ২৯ নভেম্বর। ৩০ নভেম্বর হবে মহা প্রসাদ বিতরণ।

স্বামীবাগ লোকনাথ আশ্রমের ম্যানেজার রাম প্রসাদ বিশ্বাস জানান, এই আশ্রমের প্রতিষ্টাতা স্বর্গীয় মথুরা মোহন মুখোপাধ্যায় ও লোকনাথ বাবার নাম প্রচারে মূখ্য ভূমিকা পালনকারী স্বর্গীয় অনিল মুখার্জীর স্মৃতির উদ্দ্যেশে প্রতিবছর এই হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়।

শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির পরিচালনা পরিষদের সভাপতি শ্রী অজিত কুমার সাহা ও সাধারণ সম্পাদক বিষ্ণুপদ ভৌমিক জানান, ২৪ প্রহর ব্যাপী এই হরিনাম সংকীর্তন মহোৎসবে দেশের বিভিন্ন এলাকার ৬টি হরিনাম সংকীর্তন দলকে সংযুক্ত করা হযেছে। তারা জানান, ৩০ নভেম্বর বিতরণ করা হবে মহা প্রসাদ বিতরণ কর্মসূচী।

এসএস//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি