ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

স্বামীর সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে শ্বেতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০১, ১৯ জুলাই ২০১৭ | আপডেট: ১৮:২২, ১৯ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

স্বামীর সঙ্গে প্রকাশ্যে চুম্বন করার ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করলেন ভারতের অভিনেত্রী শ্বেতা সালভ।

২০১২ সালে হারমিত শেঠিকে বিয়ে করেন শ্বেতা। গত বছর তাঁদের একটি কন্যাসন্তানের জন্ম হয়। তারপর কয়েকদিনের জন্য কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন তিনি। সন্তান ও স্বামীকে সঙ্গে দেওয়ার জন্যই নাকি এই সিদ্ধান্ত বেছে নিয়েছেন বলে জানিয়েছেন।

সম্প্রতি সোশাল সাইটে স্বামীকে প্রকাশ্যে চুম্বন করার একটা ছবি পোস্ট করেন শ্বেতা। ওকলাহামার একটি ক্লাবের মধ্যে একসঙ্গে সময় কাটাতে যান তাঁরা। আর সেখানেই স্বামীকে চুম্বন করেন।

পরে সেই ছবি পোস্ট করেন ফেসবুকে। ছবির ক্যপশনে লেখেন, `Crazy Stupid Love.` ওই ছবি ছাড়াও আরও বেশ কয়েকটি ছবি নিজের সোশাল সাইটে পোস্ট করেন শ্বেতা। পরিবারের সঙ্গে, নিজের সন্তানের সঙ্গেও ছবি পোস্ট করেন।

ভারতের ছোট পর্দার অভিনেত্রী শ্বেতা। `ঝলক দিখলাজা` ছাড়াও বেশ কয়েকটি টিভি সিরিয়ালে অভিনয় করেন শ্বেতা। তবে এখন কিছুদিন অভিনয় জগত থেকে নিজেকে সরিয়ে রেখেছেন শ্বেতা।

//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি