ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

স্বামী হত্যার অভিযোগে স্ত্রী গ্রেফতার

প্রকাশিত : ২০:২৩, ২০ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ২০:২৬, ২০ ফেব্রুয়ারি ২০১৯

চট্টগ্রামের পাহাড়লীতে মো: শামীম  হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তার স্ত্রী আশা আখতারকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ছুরি, নিহত শামীমের রক্তমাখা কাপড়সহ হত্যাকাণ্ডে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে সিএমপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিএমপির উপ পুলিশ কমিশনার কুসুম দেওয়ান জানায়, সিএমপির একটি টিম বগুড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

নিহত শামীমের বাড়ি ব্রাক্ষণবাড়িয়ায় এবং আশা আক্তারের  বাড়ি বগুড়ার সদরের ঠনঠনিয়া গোয়ালপাড়া এলাকায়।

পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে  ফেইসবুকের মাধ্যমে নিহত  মো. শামীম এর সাথে আশা আকতারের প্রেমের সর্ম্পক গড়ে উঠে। এক পর্যায়ে উভয়েই বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহের পর আশা আকতার জানতে পারে তার স্বামী পূর্বে আরেকটি বিয়ে করেছে। ওই সংসারে দুটি সন্তান রয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রী আশা আক্তার জবাই করে তার স্বামীকে হত্যা করে। হত্যাকাণ্ডে পর সে আবার নিজ এলাকা বগুড়ায় ফিরে যায়।

গত ১৬ ফেব্রয়ারী চট্টগ্রাম নগরীর পাহাড়তলি এলাকার একটি ভাড়া ঘরে স্বামী মো. শামীমকে ঘুমের মধ্যে জবাই করে হত্যা করে স্ত্রী আশা আকতার পালিয়ে যায়। আশার বাড়ি বগুড়া ও মো.শামীমের বাড়ি বাক্ষ্রণবাড়িয়া।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি