ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে রান্নাঘর ও আবাসস্থল(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০০, ২২ জুলাই ২০১৮

যমুনার চরাঞ্চলের মানুষের চিকিৎসা সেবায় প্রতিষ্ঠিত সিরাজগঞ্জ চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি নিজেই অসুস্থ হয়ে পড়েছে। ইনডোর বন্ধের অজুহাতে রোগীদের ওয়ার্ডগুলোকে কর্মচারীরা বানিয়েছে রান্নাঘর ও আবাসস্থল। টিএইচএ ও মেডিকেল অফিসাররা কাগজ-কলমে থাকলেও মাসের অধিকাংশ সময় তারা কর্মস্থলে থাকেন না। রয়েছে সরকারী ওষুধ বিতরণেও নানা অভিযোগ।

যমুনা দ্বারা সিরাজগঞ্জ ভুখণ্ড হতে বিচ্ছিন্ন জনপদ চৌহালীর দুর্গম চরাঞ্চল। এখানের সুবিধা বঞ্চিত মানুষের চিকিৎসা সেবায় ১৯৮৬ সালে সরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ৩১ সজ্জার আধুনিক হাসপাতাল।

২০১৪ সালে তা যমুনায় বিলীন হওয়ার পর খাসকাউলিয়ায় স্থানান্তর করে স্বল্প পরিসরে কার্যক্রম পরিচালিত হয়। তবে অতীতের মতো মিলছে না চিকিৎসা সেবা; রোগীদের বিড়ম্বনারও যেন শেষ নেই।

হাসপাতালের ওষুধ বিতরণেও বিস্তর অনিয়মের অভিযোগ রোগীদের।

হাসপাতালে টিএইচএসহ মোট ১৬ জন মেডিকেল অফিসারের মধ্যে ৯ জন থাকলেও বেশিরভাগ সময় তারা কর্মস্থলে থাকেননা। এ’নিয়ে আবাসিক মেডিকেল অফিসার আনন্দ মোহন সরকার কথা বলতে অপারগতা প্রকাশ করেন।   

জনবল সংকট নিরসনে কার্যকরী পদক্ষেপ দাবি করেন হাসপাতাল প্রধান। আর চিকিৎসা সেবা নিশ্চিতে প্রয়োজনীয় উদ্যোগের কথা জানান ইউএনও।

সব সমস্যা কাটিয়ে হাসপাতালটি চিকিৎসা সেবায় অতীতের মত আস্থার প্রতিফলন ঘটাবে, এটাই সবার প্রত্যাশা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি