ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

স্বেচ্ছাসেবক দলের সভাপতি আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৬, ৬ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুকে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করার সময় পুলিশ তাকে ঘিরে ধরলে তিনি প্রেসক্লাবের ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করেন। একপর্যায়ে প্রেসক্লাব চত্বর থেকে থেকে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এএসপি রুহুল আমীন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বাবুকে আটক করে নিয়ে যাওয়ার সময় বিএনপির সমর্থক ও কর্মীরা মোটরসাইকেলে রাখা হেলমেট ছুড়তে থাকে ডিবি পুলিশের দিকে। একপর্যায়ে অস্ত্রের মুখে ডিবি পুলিশ বাবুকে তুলে নিয়ে পাঁচ নম্বর গেট দিয়ে সচিবালয়ের ভেতরে ঢোকায়।

পরে সচিবালয়ের ভেতরে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর কক্ষে তাকে নিয়ে গেলে বিএনপির কর্মীরা হেলমেট ছুড়ে ওই কক্ষের গ্লাস ভাঙচুর করে। পরে সেখান থেকে শফিউলকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি